হাতেকলমে বিজ্ঞান শেখার জন্য শিশুদের উপযোগী বাক্স।
অন্যরকম জ্ঞানবাক্সটি মূলত আট বছর বা তার বেশি বয়সী ছেলেমেয়েদের জন্য বানানো। কিন্ত যে কেউ এটা ব্যবহার করে চিন্তার জায়গাটি নিয়ে কাজ করতে পারবে। তারা যেন নিজে নিজেই বাক্সে দেয়া উপকরনগুলো দিয়ে এক্সপেরিমেন্টগুলো করে ফেলতে পারে-তার জন্যই এই জ্ঞানবাক্সটি বানানো।
জ্ঞানবাক্সটির সাথে রয়েছে একটি সহায়ক বই এবং ডিডিও টিউটোরিয়াল। বইটিতে ধারাবরণনাসহ প্রত্যেকটি এক্সপেরিমেন্ট ব্যাখ্যা করা হয়েছে। একইসাথে কোন এক্সপেরিমেন্টের পেছনে বিজ্ঞানের কোন কারণ বা সূত্রটি কাজ করছে তা চিত্রসহ উল্লেখ করে দেয়ার ফলে উৎসাহী শিক্ষার্থীরা এটি পড়ে চেষ্টা করলে নিজে নিজেই পুরো বিষয়টি বুঝে ফেলতে পারবে।
অন্যরকম জ্ঞানবাক্সে যা যা আছেঃ
১)ছিদ্রযুক্ত কাগজ
২)মোমবাতি
৩)ছিদ্রযুক্ত কার্ডবোর্ড
৪)পিনহোল ক্যামেরা বক্স
৫)বাউন্সিং বল
৬)ফ্ল্যাশ লাইট/লেজার লাইট
৭)আয়না
৮)পেরিস্কোপ বক্স
৯)ক্যালাইডোস্কোপ বক্স
১০)চশমা
১১)মোটর
১২)স্ট্রোবোস্কোপ
১৩)ব্যাটারি এবং কেসিং
১৪)বর্ণ চাকতি
১৫)স্বচ্ছ কাচের প্লেট
১৬)উত্তল লেন্স
১৭)সহায়ক বই
১৮)ভিডিও টিউটোরিয়ালের ডিভিডি
সতর্কীকরণঃ
১) উত্তল লেন্সটির ভেতর দিয়ে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যেতে পারে। তাই কখনই এই কাজটি করা যাবে না।
২) কাচের পাত, আয়না এবং কাচের অন্যান্য জিনিসপত্র সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
https://www.youtube.com/watch?v=zUaOlynfXMg
https://www.youtube.com/watch?v=e6FK246Ym6Y