Project Competition
বর্তমানে ইলেকট্রিক্যাল টেকনোলজি অনেক এগিয়েছে ফলে উদ্ভাবন হচ্ছে নতুন নতুন অনেক কিছুই। উদ্ভাবনের পথ আরও অগ্রসর করতে টেকশপবিডি আয়োজন করেছে প্রজেক্ট কম্পিটিশন, এখানে প্রোজেক্ট সাবমিট করে বিজয়ী হয়ে আপনিও পেতে পারেন আকর্ষণীয় গিফট ভাউচার!
নিয়মাবলীঃ
- শুধুমাত্র Robotic, IOT, Basic Electronic, Automation, Raspberry Pi ভিত্তিক প্রোজেক্টগুলো সাবমিট করা যাবে।
- যে সকল হার্ডওয়্যার ব্যবহার করা যাবেঃ Arduino, AVR, PIC, ESP32, NodeMCU, Raspberry Pi, Raspberry Pi Pico
- যে সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করতে হবেঃ C, C++, Python
- কোনো প্রোজেক্ট কপি করে সাবমিট করা যাবে না। এ ব্যাপারে প্রমান সাপেক্ষে পুরস্কার বাতিল করা হতে পারে।
- একটি Word Document ফাইলে প্রোজেক্টটি কিভাবে তৈরি করা হয়েছে তা বিস্তারিত লিখতে হবে। (Blank Word Document ফাইলটির ডাউনলোড লিংক)।
- প্রোজেক্টের বিস্তারিত তথ্য হিসাবে কি কি উল্লেখ করতে হবে তা Blank Word Document ফাইলে নির্দেশনা দেওয়া থাকবে।
- Word Document ফাইলটি রেডি করে ইমেইলে পাঠাতে হবে কম্পিটিশন চলাকালীন সময়ের মধ্যে এই ঠিকানায়ঃ [email protected]
- ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর জন্য থাকবে যথাক্রমে ৩০০০, ২০০০ ও ১০০০ টাকা মূল্যের কুপন কোড।
- প্রজেক্ট কম্পিটিশন চলবে ২৫ জুন ‘২২ থেকে ৩১ জুলাই ‘২২ পর্যন্ত।
- বিজয়ীদের নাম টেকশপবিডির ফেসবুক পেজ ও গ্রুপে (TechShopBD Community টেকশপবিডি কমিউনিটি) শেয়ার করা হবে।
- প্রোজেক্ট টেকশপ সংক্রান্ত সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে।
- আরো বিস্তারিত জানতে কল করুন ০১৭০৮১৬৬০৯৮