সম্প্রতি সময়ে বিভিন্ন স্কুল / কলেজ / ভোকেশনাল এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে পাই ল্যাবস একাডেমি আয়োজন করতে যাচ্ছে রোবটিক প্রতিযোগিতা TechShopBD Robo Race 1.0

২০১২ থেকে একাধিক টেক-প্লাটফর্মে অনলাইন/অফলাইন ভিত্তিক বিভিন্ন ধরণের প্রোফেশনাল ট্রেনিং কোর্স, ওয়ার্কশপ এবং ফ্রী-সেমিনার আয়োজন করে আসছে পাই ল্যাবস একাডেমি । তারই ধারাবাহিকতায় ক্ষুদে-বিজ্ঞানীদের ক্রিয়েটিভিটি গুলোকে তুলে ধরার পাশাপাশি এবং সকল প্রযু্ক্তিপ্রেমী মানুষের পথচলায় উৎসাহ-উদ্দীপনা তৈরীতে বর্তমান সময়ে বিভিন্ন ধরণের প্রতিযোগিতার আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

আগামী ১৮ মার্চ, ২০২৩ তারিখে অনুষ্ঠিত TechShopBD Robo Race 1.0 প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বাংলাদেশী শিক্ষার্থীদের তৈরী বিভিন্ন ধরণের Wireless Racing Robot । যেখানে প্রতিযোগি-রোবটটি তার গঠনের উপর ভিত্তি করে দুইটি Track এর মধ্যে যেকোন একটি পছন্দ করে যাত্রা শুরু করবে।

প্রত্যেকটি Checkout-এ রয়েছে নির্দিষ্ট Points । আঁকাবাকাঁ উচুঁ-নিচু নির্দিষ্ট রাস্তা দিয়ে কম সময়ে অর্জিত সর্বাধিক Points উপর ভিত্তি করে নির্বাচিত হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী।

( প্রতিযোগিতার দিন ১৮ মার্চ, ২০২৩ সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত Competition Track টি সকল প্রতিযোগির জন্য উন্মুক্ত রাখা হবে। )

  • অংশগ্রহণকারী সকল টিম পাই ল্যাবস একাডেমি থেকে পাবেন Certificate of Participation
  • অংশগ্রহণকারী সকল প্রতিযোগী-টিমের জন্য রয়েছে লাঞ্চ, টি-শার্ট, নোটবুক, গিফট ভাউচারসহ বিভিন্ন উপহার সামগ্রী।
  • বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় Prize Money ( প্রথম পুরষ্কারঃ ১৫,০০০ টাকা, দ্বিতীয় পুরষ্কারঃ ১০,০০০ টাকা এবং তৃতীয় পুরষ্কারঃ ৫,০০০ টাকা )

  1. ১। প্রত্যেক টিম তার রোবটের জন্য দুইটির ভিতর যেকোন একটি রাস্তা বেঁছে নিতে পারবেন।
  2. ২। প্রতিযোগী রোবটকে নির্দিষ্ট Track এর সকল Checkpoint কে স্পর্শ করতে হবে।
  3. ৩। প্রতিযোগী রোবট লাইনচ্যুত হলে, সফলভাবে অতিক্রম করা শেষ Checkpoint থেকে পুনরায় যাত্রা শুরু করার সুযোগ পাবে।
  4. ৪। প্রতিযোগী রোবট প্রতিটি Checkpoint স্পর্শ করার মাধ্যমে 10 Points অর্জন করবে।
  5. ৫। প্রত্যেক টিম প্রতিযোগিতার জন্য সর্বোচ্চ সময় পাবে ৫ মিনিট। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই TIME-UP এলার্ট দেওয়া হবে।
  6. ৬। Start Zone থেকে যাত্রা শুরু করে, সফলভাবে End Zone এ পোঁছানো সময়কে Team Run Time হিসাবে বিবেচনা করা হবে।
  7. ৭। প্রতিযোগী রোবট Start Line স্পর্শ করার সাথে সাথেই Timer Start এবং Finish Line স্পর্শ করার সাথে সাথেই Timer Stop করা হবে।
  8. ৮। কম সময়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী রোবট ক্রমানুসারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী হিসাবে নির্বাচিত হবে।
  9. ৯। একাধিক প্রতিযোগী রোবটের Score একই হলে, তাদের মধ্যে পুনরায় প্রতিযোগীতা চলবে।
  10. ১০। কর্তৃপক্ষ যে কোন মূহুর্তে রোবটের Run কে বাতিল বলে গন্য করার ক্ষমতা সংরক্ষণ করেন।

  1. ১। প্রতিযোগী সকল রোবট Wireless Controlled হতে হবে।
  2. ২। Wireless Communication এর জন্য IR / RF / Bluetooth / WiFi / XBee বা অন্য যেকোন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা যাবে।
  3. ৩। রোবটের ওজন সর্বোচ্চ ৫ কেজি এবং আকারে সর্বোচ্চ 1 Square Feet হতে হবে।
  4. ৪। প্রতিযোগী রোবটকে Battery Powered হতে হবে এবং ব্যাটারীর অবস্থান অবশ্যই রোবটের Body তে হবে।
  5. ৫। প্রতিযোগী রোবট যেন অন্য রোবটের Wireless Signal দ্বারা প্রভাবিত না হয়, সেদিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
  6. ৬। প্রতিযোগী রোবটকে Forward / Backward / Left / Right ইত্যাদি Movement-এ সক্ষম হতে হবে।
  7. ৭। Ready-Made রোবট প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। তবে Chassis, Motor, Wheel, Sensors ইত্যাদি Purchase করার মাধ্যমে Robot Build করে ব্যবহার করা যাবে।
  8. ৮। রোবটের জন্য Ready-Made Transmitter যেমন IR Remote / RF Remote / WiFi Remote / Android Apps / IOS Apps ইত্যাদি ব্যবহার করা যাবে।

  1. ১। এককভাবে অথবা টিম গঠনের মাধ্যমেও Robo Race 1.0 প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে।
  2. ২। টিম গঠনের ক্ষেত্রে একটি টিমের সর্বোচ্চ সদস্য সংখ্যা দুইজন হতে পারবে।
  3. ৩। বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোন শিক্ষা-প্রতিষ্ঠানের (স্কুল / কলেজ / ভোকেশনাল / বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীরা টিম গঠন করতে পারবে।
  4. ৪। আগ্রহী টিমকে Google Form-এ তথ্য দিয়ে একটি রেজিষ্ট্রেশন রিকোয়েষ্ট জমা দিতে হবে।
  5. ৫। Google Form টি সফলভাবে Submit করার পর, ইভেন্টের রেজিস্ট্রেশন ফি ১৫০০/= জমা দেওয়ার জন্য বিকাশ থেকে Payment অপশন নির্বাচন করে 01841-300 401 (TechShopBD এর Official Marchant Number) ব্যবহার করুন এবং bKash Reference এ অবশ্যই Team Name ব্যবহার করুন
  6. ৬। রেজিষ্ট্রেশন ফি পরিশোধের পর, পরবর্তীতে আমাদের একজন প্রতিনিধি ফোন কলের মাধ্যমে ইভেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা প্রদান করবেন।

স্থানঃ ২/১/ই, ইডেন সেন্টার, আরামবাগ, মতিঝিল, ঢাকা

রেজিষ্ট্রেশন ফিঃ ১৫০০ টাকা

পুরষ্কারঃ
  • প্রথম পুরষ্কারঃ ১৫০০০/=
  • দ্বিতীয় পুরষ্কারঃ ১০,০০০/=
  • তৃতীয় পুরষ্কারঃ ৫,০০০/=

রেজিষ্ট্রেশনের পদ্ধতিঃ অনলাইন

track image 1 track image 2
  • ডায়াগ্রামে ব্যবহৃত সকল পরিমাপ ইঞ্চিতে ব্যবহার করা হয়েছে।
  • A1 – A5 এবং B1, B5 নামক Checkpoints-এ কোন ধরণের প্রতিবন্ধকতা ব্যবহার করা হয়নি!
  • B2, B3 এবং B4 নামক Checkpoints গুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
  • B2 Checkpoint এ Brick Pieces (ইটের খোয়া) ব্যবহার করা হয়েছে। সাধারণ ট্রাক থেকে যার উচ্চতা প্রায় ৩-ইঞ্চি এবং ৩-ইঞ্চি ঠালু পথে এটি অবস্থিত।
  • B3 Checkpoint এ বালু ব্যবহার করা হয়েছে। সাধারণ ট্রাক থেকে যার উচ্চতা প্রায় ৩-ইঞ্চি এবং ৩-ইঞ্চি ঢালু পথে এটি অবস্থিত।
  • B4 Checkpoint এ ১১টি ইট ব্যবহার করা হয়েছে। প্রতিটি ইট একে অপরের থেকে ০.৭৫-ইঞ্চি ফাঁকা দূরত্বে অবস্থিত। সাধারণ ট্রাক থেকে যার উচ্চতা প্রায় ৪.৫-ইঞ্চি এবং ১০-ইঞ্চি ঢালু পথে এটি অবস্থিত।
icon

Help: 09678110110

09.00am - 08.00pm (7 days a week)

icon

Pay cash on delivery

Pay cash at your doorstep

icon

Service

All over Bangladesh

icon

Warranty and Replacement

Up to 1 Year